Visit here for Details - Click Here
ল্যাপটপের কম সাউন্ড নিয়ে চিন্তিত ??? এই সিস্টেমে কাজ করে কিনা দেখুন। না হয় সফটয়্যার দিবো পরবর্তীতে
ল্যাপটপের কম সাউন্ড নিয়ে চিন্তিত ??? এই সিস্টেমে কাজ করে কিনা দেখুন। না হয় সফটয়্যার দিবো পরবর্তীতে
সেটা ডাউনলোড করে ইন্সটল করবেন , সাউন্ড অবশ্যই বাড়বে।
নিচের পদ্ধতির মাধ্যমে অনায়াসেই আপনার ল্যাপটপের সাউন্ড ২০০% পর্যন্ত বাড়িয়ে নিন :
>> প্রথমে আপনার ভলিউম বা স্পিকার আইকনের উপর মাউসের কার্সর নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করুন ।
>> Playback devices লেখার উপর ক্লিক করুন ।
>> এরপর Speakers এর উপর ডাবল ক্লিক করেন ।
>> এবার Enhancement ট্যাবের উপর ক্লিক করুন ।
>> এবার Loudness Equalization এর Check বক্স মার্ক করে দিন ।
>> এবার Apply বাটনে ক্লিক করে OK চাপুন, ব্যাস কাজ শেষ ।
এখন থেকে দেখুন আপনার ল্যাপটপের সাউন্ড আগের থেকে প্রায় দ্বিগুন বেড়ে গেছে ।
*** যারা VLC Player ব্যবহার করেন তাদের জন্য এই পদ্ধতি ফলদায়ক নয় ।
*** এটি কেবলমাত্র উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য ।