গ্রাহক স্বার্থ সংরক্ষণে মোবাইল ফোন অপারেটরদের জন্য ইন্টারনেটের দাম কমানোসহ 
১৪ দফা নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
 এ বিষয়ে আগামী ১০ অক্টোবর পর্যন্ত গণশুনানি বা গ্রাহকদের মতামত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত আট বছরে কয়েক ধাপে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্য মেগাবাইটপ্রতি 
৭২ হাজার টাকা থেকে আট হাজার টাকায় কমিয়ে আনা হলেও 


মোবাইল ইন্টারনেট গ্রাহকদের কাছ থেকে সেই আগের মতোই উচ্চ হারে
 চার্জ আদায় করা হচ্ছে। ২০০৪ সালে মোবাইল ফোন গ্রাহকদের থেকে
 ইন্টারনেট সেবার চার্জ আদায় করা হতো প্রতি কিলোবাইটে দশমিক শূন্য ২ পয়সা।
 আট বছর পর আজও সেই রেট অপরিবর্তিত রয়েছে। মোবাইল ফোন অপারেটররা 
তাদের পি-১ প্যাকেজে একই হারে চার্জ আদায় করে যাচ্ছে।
এ অবস্থার পরিবর্তনসহ মোবাইল ফোন সেবায় গ্রাহক স্বার্থ সংরক্ষণের স্বার্থেই 
এমন উদ্যোগ নেওয়া হয়েছে। rhassan (at) btrc.go v.bd ও sunjib (at) btrc.gov.bd 
ই- মেইল ঠিকানায় বিষয়টি সম্পর্কে গ্রাহকদের মতামত পাঠাতে বলা হয়েছে।

 
Top