আস-সালামু আলাইকুম , কেমন আছেন সাবাই? আশা করি ভালো!। অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে আমার টিউন নিয়ে। :)
কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসি। শিরোনাম দেখেই হয়তো বুঝে গেছেন কি বিষয় নিয়ে টিউনে লিখতে যাচ্ছি।  এটা নিয়ে আজ টিউনার tech03 টিউন করেছিলেন । তিনি inspect>Overrides এর মাধ্যমে কাজটা করেছেন। কিন্তু আমারা যারা ক্রমের নতুন ভার্সন ব্যবহার করছি তাঁরা ওভাবে করতে পারবো না। (কাজটা করতে অবশ্যই গুগোল ক্রম লাগবে)
তো চলুন শুরু করি।
আমাদের যা যা লাগবে।
১। একটি কম্পিউটার।
২। ইন্টারনেট কানেকশন।
৩। এবং গুগোল ক্রম ব্রাউজার। (নতুন টা)
কম্পিউটার ওপেন করে প্রথমেই নেট কানেকশন চেক করে নিন। :D সব কিছু ঠিক থাকলে গুগোল ক্রম ওপেন করুন ;) এবং  http://touch.facebook.com এ গিয়ে আপনার ফেসবুক ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
(ভয় পাবার কিছু নেই। এটা পিশিং সাইট না। ফেসবুকের টাচ ভার্সন।)
লগিন করার পর পেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে নিচ থেকে "Inspect element" এ ক্লিক করুন।
তারপর নিচের মত একটা নতুন উইন্ডো আসবে। এবার সেখান থেকে "Setting" এ প্রবেশ করুন।
তাহলে নিচের মত আসবে। এখন "setting>General>Appearance" এর  "Show 'emulation view in console drawer" এ টিক দিন। (চিত্রে দেখুন)
এখন  setting উইন্ডোটা ক্লজ করুন।
এবার চিত্রে চিহ্নিত "Show console" এ ক্লিক করে সেখানে প্রবেশ করুন।
এবার সেখান থেকে "Emulation" এ যান। এবং "Divice" থেকে "google nexus 4" অথবা যে কোন একটা টাচ মডেলের সেট সিলেক্ট করুন।
এবার "Emulate" বাটনে ক্লিক করুন।
এখন "screen" থেকে "Emulate screen" এর টিক উঠিয়ে দিন।
এবার "Sensons" থেকে "Emulate geolocation coordinates" এ টিক দিন এবং Lat= -41.289996 , Lon= 174.781555 দিন।
এবার ক্লজ করে বেরিয়ে আসুন।
এখন "check in" এ ক্লিক করুন ।
নিউজিল্যান্ডের যে কোন একটা জায়গা সিলেক্ট করুন।
এবার পোষ্ট প্রাইভেসি পরিবর্তন করে "only me" দিয়ে একটা পোষ্ট করুন। (প্রাইভেসি পরিবর্তন না করলেও হবে)
এখন আপনার পোস্টে কমেন্ট করে দেখুন রিপ্লাই অপশন যোগ হয়েছে। :) এখন আর কাজ নেই ...... মজা করুন। হ্যাপি ফেসবুকিং। :)
ছবিগুলো বুঝতে সমস্যা সমস্যা হলে এখান থেকে ফুল সাইজে ডাউনলোড করে নিতে পারেন।
যদি কোন সমস্যা হয়, কমেন্টে জানাবেন। আজ মনে হয় উত্তর দিতে পারবোনা। (মাথাটা অনেক ধরেছে)
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/hridoy43
 
Top