কি আর বলি গতকাল রাতে জনৈক মেডিকেল ছাত্র ,
কেনাকাটা করতে যায় উত্তরার এক সুপার শপে,
কেনাকাটা করলেও মেডিকেল লাইফের মত এক আজব পেইনফুল লাইফ মাথায়
নিয়ে স্বপ্নে স্বপ্ন দেখতে Continue Reading
দেখতে নিজের চাবির রিং ফেলে চলে আসে (Confused) ,
যা হবে তাই হলো শুরু হল পেইন ,
হোস্টেলে এসে দেখে চাবির রিং খুজে পাওয়া যাচ্ছে না ,
কি করা যায় ? ভেবে উপায় না পেয়ে ,
গেলেন স্বপ্নের কাছে, তখন স্বপ্ন বন্ধ হয়ে গেলো,
পেইন Continue ...
রিক্সা নিয়ে এবার গেলো ইলেকট্রিকের শপে ,
সেখানে সে চাবির রিঙ্গের বর্ননা দিলো
'' মামা এখানে বার্সালোনার লগো মার্কা কোনো চাবির রিং পেয়েছেন? ''
সেখানেও চাবি নামক বস্তুটিকে খুজে পাওয়া গেলো না,
ছেলেটি আবার বয়েজ হোস্টেলে ফিরে আসে,
এই ভবে যে
চাবির রিং টা বোদহয় শপিং ব্যাগের জিনিসের সাথে আছে,
তাড়াহুড়া করে হোস্টেলে এসে দেখলো , সেখানে পাওয়া গেলো না ,
কি যে পেইন কি যে যন্ত্রনা বলার ভাষা তার হারিয়ে গেলো,
যাই হউক রিক্সায় চড়ে আবার গেলো ইলেক্ট্রিক সপে ,
সপ বন্ধ,
কি করবে এই ভেবে না পেয়ে , স্থির করে রুমের দরজার থালা ভাঙ্গার,
কিন্তু তার পাশের রুম মেট তাকে পরামর্শ দিলো বাড়ির মালিকের কাছে এক্সট্রা চাবি আসে সেটা দিয়ে খুলার জন্য,
যা হউক সে স্বস্থির নিশ্বাস ফেললো,
প্রসংগ সে এতো অস্থির হওয়ার কারণ কি ?
মেডিকেল লাইফের আরো ঘটনা জানতে Medical life
