সকলে খালি কয় মেডিকেলে নাকি গ্রুপ স্টাডি ছাড়া পাস করা যায় না 
আমিতো মাশাআল্লাহ গ্রুপ স্টাডি ছাড়াই 

1st and 2nd year পার কইরা দিলাম । পাস করছি প্লেস ও করছি ।
লোকে আমারে জিগায়, "ভাইযান আপনার গ্রুপে কয়জন?"

আমি বলি "আমরা চারজন, আমি, মশা, পিপড়া আর তেলাপোকা ।"
"কি?"
"জ্বী । পড়ালেখার বেলায় এরাই আমার সাথী । মাঝে মধ্যে পড়ার খবর দেইখা যায় ।"
"ওরা পড়া পারে ?"
"পারেনা মানে ?মশা নিয়মিত আমারে পড়া দেয় ।কানের কাছে আইসা ভন ভন করে ।
এতে আমার Hearind এর Rinne test পড়া হয়ে যায় ।
তবে তেলাপোকাটা একটু দুষ্টু । আমারে খালি ভয় দেখায় ।"
"আর পিপড়া?"
"আর বইলেন না আঁতেলটার কথা । খালি পড়ে আর খায় ।"

--Abdullah Abdul Aziz
 
Top