সাপ্লি প্রসঙ্গে আসি এবার।
সাপ্লির জন্য কয়েকটা বিষয়ে প্রস্তুতি থাকা আবশ্যক!
1. প্রয়োজনীয় অর্থের যোগান
2. ফ্যামিলিকে ম্যানেজ করা
3. সবশেষ কিছুটা পড়াশুনা

ফর্ম ফিলাপের জন্য এখন অনেক টাকাই লাগে। তাই এই ব্যাপারটা একেবারে হেলাফেলার নয়।


ডাক্তার ফ্যামিলির ছেলে-মেয়েদের জন্য ফ্যামিলিকে ম্যানেজ করা কঠিন,
অবশ্য এরা ফেল-টেল তেমন করে না! বাকি আমাদের জন্য ম্যানেজ করা বেশ সহজ
যেমন January পরীক্ষার সময় বলে রাখছি, সামনে July এই পরীক্ষার কিছু অংশ অনুষ্ঠিত হবে!
পড়াশুনা?যে প্রস্তুতি আছে তাতে সাপ্লিতে পাশ ইনশাআল্লাহ হবেই!
 আরেকটু ভাল কর পড়লে (যা আদৌ সম্ভব নয়) সাপ্লিতে 'প্লেস' হয়েই যায় কিনা।:)

(পুনশ্চ: আল্লাহ আমাদের সবাইকে পাস করার তৌফিক দিন)
 


 মেডিকেল লাইফের ঘটনা জানতে  পোষ্ট শেয়ার করে আপডেট থাকুন
নতুবা  কি  আপডেট হচ্ছে জানতে পারবেন না-  এটা ফেইসবুকের নতুন নিয়ম  
♣═¤۩۞۩ஜ~ পোষ্টটি পড়ার জন্য  ধন্যবাদ  ~ஜ۩۞۩¤═ ­♣
    এ্যাডমিন    - Medical Life - মেডিকেল লাইফ
 
Top