::::: সাবাস ফুটবল টিম সাবাস ::::  Go  to  the  Link  for Details  http://www.facebook.com/medicallife1/posts/523970700984194

এই সেই মেডিকেল কলেজের ফুটবল টিম যাদের কোনো মাঠের অভাব নেই , ক্যাম্পাসের পূর্বেই বিশ্ব ইজতেমা মাঠ, দক্ষিণে ১১ নং সেক্টর মাঠ, 

১৩ নাম্বার সেক্টর মাঠ, ৩ নং সেক্টর মাঠ , পশ্চিমে ১২ নং সেক্টর সীমানা খোলা মাঠ, এই টিম উত্তরার এমন কোনো মাঠ নাই যেখানে খেলে নাই , এই টিম ইন্টার মেডিকেল কলেজের সেরা টিম হওয়ার দাবি রাখে , এই টিমের ১ম খেলা ছিলো আনোয়ার খানের সাথে ৭ তারিখ, কিন্তু খেলার ফিক্সার পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেলের সাথে ৮ তারিখে সকাল ১০ টায় খেলা দেয়া হয় । এই টিম আনোয়ার খান মেডিকেল এর সাথে খেলায় ১ম ৫ মিনিটে ফ্রি কিক থেকে গোল হজম করার পরও,
মহুর্মহু আক্রমণ করে ২০ - ২৫ টি শট প্রতিপক্ষের GOAL বারে আঘাত হানে , এবং শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য বিস্তার করে ৩- ১ এ জয়লাভ করে, 
এই টিমের অসাধারণ ফুটবল নৈপূন্য দেখে ঈশান্বিত হয়ে , 
একটি বিশেষ মহল ষড়যন্ত্রের বলয়ে এই টিমকে টুর্নামেন্টের শিরোপা থেকে বঞ্ছিত করেছে , কারণ এই টিম পূর্বে র‍্যাডিসন হোটেলের সামনে অবস্থিত আর্মড ফোর্স মেডিকেল কলেজের মাঠে , আর্মড ফোর্স মেডিকেল কলেজের সাথে তিন বার জিতেছিলো , মাত্র ১ বার হেরেছিলো ।
::::: সাবাস ফুটবল টিম সাবাস ::::
 
Top