..............................
আজ তার বড় প্রমান পেলাম৷ আমাদের মেডিকেলের প্রফেসরদেরও স্যার আছেন৷ উনারা রিটায়ার্ড করে হয়তো বার্ধ্যক্যের দিন গুনছেন, তারপরও তার ডাক্তারী জ্ঞান বিলিয়ে
দিচ্ছেন মরার আগের দিন পর্যন্ত৷৷
একজন সিরিয়াস রোগী নিয়ে আজ গিয়েছিলাম জাতীয় নিউরোসায়েন্স ইন্সটিটিউশনে৷ দুই মাস যাবত অসুস্থ৷ ১৫ দিন যাবত শয্যাশায়ী৷ গ্রামের বাড়ি থেকে প্রথমে ঝাড়পোছ,
তারপর লোকাল ডাক্তার, তারপর ফরিদপুরে নিউরোলজী বিশেষজ্ঞ এবং পরিশেষে নিউরোসার্জারী বিশেষজ্ঞের রেফারেন্সে এইখানে আসা৷
নিয়ম মোতাবেক প্রথমে নিউরোসার্জারী বিভাগের একজন মেডিকেল অফিসারকে দেখালাম৷ উনি পরীক্ষা-নিরীক্ষা করে আরএস স্যারের কাছে পাঠালেন৷ আরএস স্যারের রুমে
ঢুকলাম৷ উনি একা নন, অন্তত দশজন নিউরোসার্জন বসা৷ স্যারকে প্রেসক্রিপশন দেখালাম৷
স্যার বললো, কে দেখেছে? উনাকে ডাকো৷
মেডিকেল অফিসারের কপালে খারাপি আছে ভাবতে ভাবতে উনাকে ডাকতে গেলাম৷ উনি আসলেন৷
যতটুকু খারাপি আছে উনার কপালে আছে ভেবেছিলাম, তার চেয়েও বড় খারাপি অপেক্ষা করছিলো উনার জন্য৷ একজন প্রফেসর বললেন, প্রেসেন্ট ইয়োর কেইস!!
উনি উনার রুমে এসে আবার রোগী পরীক্ষা করতে বসলেন৷ ডিটেইল হিস্ট্রি বানালেন৷ একবার রোগীর সামনে বলে ট্রায়াল দিলেন৷ রোগী হাঁ হয়ে ভাবে, ডাক্তার কি পাগল হয়ে
গেল!
ডাক্তারের দুঃখ শুধু আমিই বুঝলাম৷ উনি আমার সামনে আরেকবার ট্রায়াল দিলেন৷ আমি ছোটখাটো দু-একটি মিসিং পয়েন্ট ধরিয়ে দিলাম
শয্যাশায়ী রোগীর উপস্থিতিতে প্রফেসরের সামনে কেইস প্রেসেন্ট করলেন৷ বসে থাকা দশজন ডাক্তার অন্তত বিশটি ভুল ধরলেন!! বুঝলাম, একেই বলে ডাক্তারি ৷ এমবিবিএস,
বিসিএস(স্বাস্থ্য), এমএস(নিউরোসার্জারী) কমপ্লিট একজন ডাক্তারের ডাক্তারী জীবনের হাতেখড়ি হচ্ছে মাত্র!!
পড়তে পড়তে বুড়া হও! নামকরা প্রফেসর হও! তবুও তোমার শেখার কোন শেষ নাই!!
RIP...all lifetime medical students....
Courtesy----
-- Mubasshir Hasan Limon ----
Admin- #Sakhawat