অ্যান্ড্রয়েড ফোন বর্তমানে অধিক জনপ্রিয় একটি ওএস (OS)। এর রয়েছে অনেকগুলো সংস্করণ। সংস্করনগুলোর মধ্যে রয়েছে ভিন্নতা। এই ওএসের জন্য বর্তমানে অনেক ধরনের অ্যাপ তৈরী করা হচ্ছে। আর একারণেই অ্যান্ড্রয়েডের (Android) জনপ্রিয়তা অ্যাপলের মতো। এমনই একটি অ্যাপ যা অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীদের জন্য ছবির এডিটিং (Editing) করতে তৈরী করা হয়েছে। এটি কোন সাধারণ অ্যাপ (App) না। এটি ব্যবহার করে সহজেই যেকোন ছবিকে উন্নত মানের অর্থাৎ হাই রেজ্যুলেশন(High Resolution) কোয়ালিটি দেয়া যাবে। যা করা যাবে:-
১. যেকোন ছবিকে উন্নত মানসম্পন্ন করে তোলা যাবে,
২. ছবিকে সহজেই যেকোন কোণে রোটেট (Rotate) করা যাবে,
৩. করা যাবে শেয়ারও করা যাবে, সেটা হতে পারে ফেসবুক (Facebook), টুইটার (Twitter), পিকাসা (Picasa) এমনকি ব্লু-টুথ (Bluetooth) দিয়ে
এছাড়াও রয়েছে আরো অনেক ফিচার।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Liike বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ভিএসসিও ক্যাম
অ্যান্ড্রয়েডের গেমস এবং পেইড অ্যাপস্ নিয়ে আমরা শীঘ্রই আসছি!
আমাদের সাথেই থাকুন!