Blogger Blog এর মালিকরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাই। জানিনা আগে লেখা হয়েছে কিনা এটা নিয়ে। যদি আগেও লেখা হয়ে থাকে বা আপনি কোন কারণে আগেই জেনে যান তাহলে আর না পড়লেও চলবে!
মূল লেখা শুরুর আগে বলে নেয়া ভাল এই পদ্ধতিটা আসলে ব্লগার ব্লগের জন্য। ওয়ার্ডপ্রেসে সম্ভবত এরকম ডিফল্ট ভাবেই থাকে। ব্লগার যেমন সহজ, তেমনি কঠিন। কারণ কিছু কিছু কাজ গুগল আমাদের জন্য রেখে দিয়েছে আরকি!
এবার এই ছবিটি দেখুন। আশা করি এটা দেখেই বুঝতে পারছেন এই কাজটার ফলাফল কি হবে। আগে পোস্টের টাইটেল শো করে। তারপর ব্লগের নাম।
এটা করার পর আপনার সাইটের কোন পোস্ট যদি সার্চ ইঞ্জিনে শো করে তাহলে আগে পোস্টের নাম দেখাবে। তারপর আপনার ব্লগের নাম। একটু চিন্তা করে দেখুন- প্রথমেই যদি ব্লগের নাম আসে সেটার প্রতি মানুষ কি একটু কম আগ্রহ দেখাবে না? এটা আসলে Search Engine Optimization না বলে Visitor's Eye Optimization বলাই বেশি যুক্তিসঙ্গত! কি বলেন?
এবার শুরু করুন। সরাসরি আপনার Blogger Template (Edit HTML) এ চলে যান। অথবা নিচের পদ্ধতি অনুসরণ করুন-
- আপনার ব্লগার ব্লগে সাইন ইন করুন।
- সেখান থেকে Design/ Dashboard যাই বলেন সেটাতে যান।
- এবারে- Template > Edit HTML
- Ctrl + F চেপে খুজে বের করুন একে- <title><data:blog.pageTitle/></title>
- এবার এটাকে Replace করুন নিচের কোডের সাথে-
<b:if cond='data:blog.pageType == "item"'><title><data:blog.pageName/> | <data:blog.title/></title> <b:else/><title><data:blog.pageTitle/></title></b:if>
কাজ শেষ। এবার Template সেভ করুন। আর ৩ দিন অপেক্ষা করুন সার্চ ইঞ্জিনের Cashed Data পরিবর্ত হবার জন্য। তবে এর ইফেক্ট টা সাথে সাথেই আপনার ব্রাউজারের ট্যাব এ দেখতে পারবেন। এখানেই দেখতে পারবেন আগে পোস্ট এর নাম এবং পড়ে ব্লগের নাম।
উদাহরণ স্বরুপ আপনি গুগল এ সার্চ করুন- Show Post Title before Blog Title in Search Results এটা লিখে। দেখুন রেজাল্টে কি আসে।
এর আগে লেখা হয়েছিল এখানে-