সাগর-রুনি খুন হবার পর তাদের একমাত্র সন্তান মেঘ মিডিয়ার মুখোমুখি হতে হতে এক পর্যায়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল।
 প্রধানমন্ত্রী থেকে সাকিব আল হাসান মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। 
মেঘের সাক্ষাৎকার নিতে কম কসরত করেনি তখন সাংবাদিকরা।


স্বামী লেঃ কর্নেল শফিকুল ইসলামের হাতে নির্মমভাবে খুন হওয়া ডাঃ শেজাদী আপসারও একটিই সন্তান
 এবং খুনটি সম্ভবত ১০ বছরের আহনাফের সামনেই করা হয়। সান্তনা দেবার জন্য না হোক,
 তদন্তের খাতিরেও কি কেউ একবার খোঁজ নিয়েছে আহনাফের?

বিচার সাগর-রুনির খুনেরও হবেনা, আপসার না। সেনাবাহিনীর প্রেস রিলিজের পর
 রাস্তায় তো পরের কথা এই লেখাটিতেই কেউ নজর দিবেন না।
 আফসোস, সবার খুনের বিচার চাওয়ার মানুষ আছে, ডাঃ আপসার নেই। আহনাফের সামনে দাঁড়াবো কোন মুখে?

ছবিটি পেইজে দেবার উদ্দেশ্য একটাই, সাথে কেউ থাকুন আর না থাকুন,

 চিকিৎসক সমাচার ডাঃ সেজাদী আপসা হত্যার বিচারের দাবীতে খুব দৃঢ়ভাবেই আছে, থাকবে।
 
Top